স্টাফ রিপোর্টার, পবা: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, আমাদের (আওয়ামী লীগ) যারা পরাজিত করতে চান তারা বোকার স্বর্গে বাস করছেন। ষড়যন্ত্র বন্ধ করেন, ভালো থাকবেন। ষড়যন্ত্র করবেন বিপদে পড়বেন, এখানে কোনো কথা চলবে না।
আমি মানুষকে যেমন ভালোবাসতে জানি, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে ৫ সেকেন্ডও সময় লাগে না। পবার মাটিতে যারা ষড়যন্ত্র করছেন দয়া করে ষড়যন্ত্র বন্ধ করুন। ৭১-র খুনীদের উত্তরসূরিদের দ্বারা আওয়ামী লীগ পরিচালিত হবে না।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় পবা উপজেলার বড়গাছি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ ও পারিলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব জানান।
আসাদ বলেন, যারা বলে ভোট কেন্দ্রে যাবেন না, তারা বাংলাদেশের বিরোধীতা করছে। যারা বলবে আসাদ তো এমনিই পাস, গেলেই কী আর না গেলেই কী, আসাদ পাস এটি যদি সত্যি হয় তবে শেখ হাসিনাকে পাশ করতে দিতে হবে ৫০ থেকে ৬০ শতাংশ ভোটারের উপস্থিতিতে। এখন আপনারাই বিবেচনা করবেন, শুধু আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আমাকে বিজয়ী করবেন নাকি বাংলাদেশের সম্মানও বৃদ্ধি করবেন।
তিনি আরও বলেন, আমি ঐক্যের বাতায়নে সামনে চলতে চাই। আমরা আওয়ামী লীগ এক কাতারে দাঁড়িয়ে শেখ হাসিনার সঙ্গে সামনে পথ চলতে চাই। যে শেখ হাসিনা পদ্মা সেতুর চ্যালেঞ্জ গ্রহণ করে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্বনন্দিত হয়েছেন, সেই শেখ হাসিনাকে আবারও চ্যালেঞ্জের মুখোমুখি করা হয়েছে। যারা নির্বাচনে অংশ নিচ্ছেন না তাদের বিবেকের কাছে দাবি রেখে গেলাম, আপনার দলের মন ভাঙ্গা নেতাকর্মীরা কী অবস্থায় আছে একবার কি খোঁজ নিয়ে দেখেছেন? শেখ হাসিনা আহ্বান করেছিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশ উপহার দিবো। পৃথিবীর সমস্ত দেশের পর্যবেক্ষকরা এসে এই নির্বাচন পর্যবেক্ষণ করবে।
Leave a Reply