বিচিত্র ডেস্ক: ইউরোপের বুক চিড়ে তুরস্কের ইস্তাম্বুল থেকে যুক্তরাজ্যের লন্ডন পর্যন্ত বিশ্বের দীর্ঘতম বাস যাত্রা চালু করতে যাচ্ছে ভারতীয় একটি বাস কোম্পানি। বিশ্বের দীর্ঘতম এই সড়কপথের যাত্রায় এক বাসে চেপে ইস্তাম্বুল থেকে লন্ডন পৌঁছাতে সময় লাগবে ৫৬ দিন। খবর সিএনএনের।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ভারতীয় ট্যুর অ্যান্ড ট্র্যাভেল সংস্থা অ্যাডভেঞ্চার ওভারল্যান্ড চালু করতে যাচ্ছে এই বাস যাত্রীসেবা। এটাকে বিশ্বের দীর্ঘতম বাস যাত্রা হিসাবে অভিহিত করা যেতে পারে। ইস্তাম্বুল থেকে যাত্রা শুরুর পর লন্ডনে পৌঁছানোর মাঝে বিশ্বের ২২টি দেশের ভেতর দিয়ে যাবে অ্যাডভেঞ্চার ওভারল্যান্ডের বাস।
আগামী আগস্ট মাসে এই পথে বাসের যাত্রীসেবা শুরুর কথা রয়েছে। প্রথম যাত্রায় বাসটিতে ৩০ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। তুরস্কের বৃহত্তম শহর থেকে যাত্রা শুরু পর বাসটির বলকান, পূর্ব ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া ও পশ্চিম ইউরোপ হয়ে লন্ডনে পৌঁছাতে সময় লাগবে ৫৬ দিন।
ফিনল্যান্ড উপসাগরে ফেরিতে করে বাসটি পার হবে। তারপর ইউরোপ মহাদেশের সর্বউত্তরের পয়েন্ট নর্ডক্যাপ হয়ে নরওয়ের জর্ডসের দীর্ঘ, গভীর ও সরু জলপথ পেরিয়ে লন্ডনে যাবে। তুরস্ক থেকে যাত্রা শুরুর পর লন্ডনে পৌঁছাতে বাসটিকে পাড়ি দিতে হবে ১২ হাজার কিলোমিটার পথ। আর বিশ্বের দীর্ঘতম বাসযাত্রায় ভ্রমণকারীদের পরিশোধ করতে হবে ২৪ হাজার ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৫ লাখ ৫৬ হাজার ২৯৬ টাকার বেশি।
Leave a Reply