বিচিত্র ডেস্ক: দক্ষিণ কলকাতার গড়চা লেনের একটি আবাসনে বেড়াল পোষা নিয়ে দু’পক্ষের বিবাদ আদালত পর্যন্ত গড়িয়েছে। এক পক্ষের দাবি, বেড়াল পোষার কারণে আবাসনের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। তার ওপরে রাস্তার বেড়ালদেরও এমনভাবে খাওয়ানো হচ্ছে যে, সহজে চলাফেরা করা যাচ্ছে না। কারণ চারদিকে ছড়িয়ে থাকা বেড়ালদের মলমূত্র ও তাদের লোম মানুষের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে উঠেছে।
অপর পক্ষের দাবি, বেড়ালের অজুহাত দিয়ে অহেতুক হেনস্তা করা হচ্ছে। নিয়ম মেনে পরিচ্ছন্নভাবে তাদের পোষা হয়। রাস্তার বেড়ালদেরও এমনভাবে খাওয়ানো হয় যে, নোংরা হওয়ার প্রশ্নই নেই। তাছাড়া ফ্ল্যাটের পোষ্য বেড়াল তো বটেই, এমনকি রাস্তার সব বেড়ালকেও প্রতিষেধক দেওয়া রয়েছে।
দক্ষিণ কলকাতার গড়চা লেনের একটি আবাসনে বেড়াল নিয়ে দু’পক্ষের এই বিবাদের কথা এরইমধ্যে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কলকাতা পৌরসভা, গড়িয়াহাট থানা, লালবাজার, অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড, রাজ্য ও জাতীয় মহিলা কমিশন-সহ বিভিন্ন জায়গায় পৌঁছেছে। সব জায়গা ঘুরে শেষ পর্যন্ত তা গিয়েছে জাতীয় পরিবেশ আদালতে। পুরো ঘটনা খতিয়ে দেখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পৌরসভা এবং গড়িয়াহাট থানার প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি গড়েছেন পরিবেশ আদালত। সূত্র : আনন্দবাজার পত্রিকা
Leave a Reply