দেশজুড়ে ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল সমর্থক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহতের খবর পাওয়া গেছে। সেইসঙ্গে দফায় দফায় হামলায় দুইপক্ষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
বুধবার (৮ জুন) বিকেলে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে একটি গ্রুপের নেতৃত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির এবং অপর গ্রুপের নেতৃত্ব দিয়েছেন নাসির উদ্দিন নামে একজন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দল সমর্থন করাকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। তারই অংশ হিসেবে বুধবার বিকেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ফাতেমা মনির ও তার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা ফাহিম, ফাতেমার মেয়ে-জামাই ইমরানসহ অন্তত ১২ জন আহত হন।
Leave a Reply