1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় ৪ বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গ প্রদেশের মুর্শিদাবাদ জেলার সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের কাছ থেকে ভুয়া আধার কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মুর্শিদাবাদ জেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে বিএসএফ। এ সময় ভুয়া আধার কার্ড ব্যবহার করে ভারতের অবৈধভাবে প্রবেশের চেষ্টার দায়ে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

বিএসএফের কর্মকর্তারা বলেছেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বাংলাদেশে তৈরি করা ভুয়া আধার কার্ড পাওয়া গেছে। এসব ভুয়া নথিপত্র ব্যবহার করে তাদের চেন্নাইয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।

একই সঙ্গে বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে প্রবেশে সহায়তার অভিযোগে ভারতীয় এক নাগরিককেও গ্রেপ্তার করেছে বিএসএফ। দেশটির এই সীমান্তরক্ষীবাহিনী বলেছে, ভুয়া নথিপত্র তৈরি ও আন্তঃসীমান্ত চোরাচালানে কোনও নেটওয়ার্ক জড়িত আছে কি না তা জানতে বিএসএফ তদন্ত শুরু করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট