স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে সকল ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী সাংবাদিক সংস্থা (আরজেএ)।
বুধবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহর ১২ টা এক মিনিটে রাজশাহী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে নিবেদন করেন রাজশাহী সাংবাদিক সংস্থার (আরজেএ) সাংবাদিক ও সহযোগী সদস্যবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক সংস্থার আহবায়ক মো. আজিবর রহমান ও সদস্য সচিব ফয়সাল আহমেদ।
পুষ্পস্তবক অর্পণের সময় আরও ছিলেন আরজেএ’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যতম সদস্য কাজী আসাদুর রহমান টিটু, খোসরুল আরুন নোমানী (সাগর), চিস্তি শামীম পারভেজ, মো. রাহাত আলী মাসুদ, মো. আল-আমিন, পাভেল ইসলাম মিমুল, ফয়সাল আহমেদ রিচার্ড, মাহতাব আলী, সাঈদ সনু, সুমন রেজা, আব্দুল আওয়ালসহ প্রমুখ।
Leave a Reply