দেশজুড়ে ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে মসজিদের ইমাম মাওলানা ইসরাফিল হোসেনের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর উপজেলার বংশীপুর বাসস্টান্ড সংলগ্ন উত্তরপাড়া নূর জামে মসজিদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ইসরাফিল হোসেন উপজেলার হরিনগর গ্রামের অমেদ আলী মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, এশার নামাজ পড়ার জন্য মুসল্লিরা মসজিদে এসে দেখেন ইমাম ইসরাফিল গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করা হয়। তাদের ধারণা, মাগরিবের নামাজের পরে মুসল্লিরা সবাই চলে গেলে ইসরাফিল গলায় ফাঁস দেন।
শ্যামনগর থানার পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply