দেশজুড়ে ডেস্ক : কুমিল্লায় মাদক ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মাহবুব হোসেন মান্না (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২ জানুয়ারি) রাতে নগরীর মোগলটুলী পুরাতন চৌধুরী পাড়া রায়হান কমিশনার গলি এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে মান্নাকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মান্না নগরীর গাংচর চৌধুরী পাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান জানান, নিহত মান্না একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। তার নামে মাদকসহ ৪টি মামলা রয়েছে। সোমবার রাতে মাদক নিয়ে তাদের ৪-৫ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ছুরিকাঘাতে মান্না, জহির এবং অনিক নামের তিন মাদকব্যবসায়ী আহত হন। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে মান্নার অবস্থার বেগতিক দেখে ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আহত জহির এবং অনিকের নামেও একাধিক মামলা রয়েছে।-ঢাকা পোস্ট
Leave a Reply