স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ-৪ আসনের সাবেক এমপি সামসুল আলম প্রামাণিক বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)।তার বয়স হয়েছিল ৭০ বছর। সামসুল আলম প্রামাণিক উপজেলার দেলুয়াবাড়ি মুঠাপাড়া গ্রামের বাসিন্দা এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সামসুল আলম প্রামাণিকের ডান পায়ের সমস্যার কারণে জানুয়ারি মাসের শুরুতে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ১৫ দিন চিকিৎসা শেষে গত ৬ দিন আগে মান্দার দেলুয়াবাড়ি তার নিজ বাড়িতে নিয়ে আসেন। এরপর রোববার রাতে হঠাৎ করেই তার বুক ও পেটেরব্যথা শুরু হলে রাত ২টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় তিনি মারা যায়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোকলেছুর রহমান জানান, আজ বিকেল ৩টা এবং সাড়ে ৪টায় জানাজা নামাজে শেষে পারিবারিক করবস্থানে তার লাশ দাফন করা হবে।
সামসুল আলম প্রামাণিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে নওগাঁ-৪ (মান্দা) আসন থেকে ১৯৯৬ সালে প্রথম ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ১৯৯৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা তিনবার এমপি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
Leave a Reply