স্টাফ রিপোর্টার, নওগাঁ: মান্দা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার দুর্গাপুর ও পিড়াকৈর গ্রামে দুই শিশুর মৃত্যু হয় বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান। নিহতরা হলো দুর্গাপুরে মোল্লাপাড়ার রুবেল হোসেনের পাঁচ বছর বয়সী মেয়ে মেঘা আক্তার ও পিড়াকৈর গ্রামের আলমগীর হোসেনের দুই বছর বয়সী ছেলে আসাদুল ইসলাম।
মেঘা আক্তারের বাবা রুবেল হোসেন জানান, কয়েকদিন আগে মেয়ে তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে যায়। সোমবার সকাল ১০টার দিকে পুকুরপাড়ে খেলা করতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে ডুবে যায় সে। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
আসাদুল ইসলামের বাবা আলমগীর হোসেন জানান, সকালে ছেলে আসাদুলকে কেক খেতে দিয়ে তার মা বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েন। এ সময় ছেলে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। তাকে কোথায়ও না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে মরদেহ পাওয়া যায়।
দুই শিশুর মৃত্যুর ঘটনায় মান্দা থানায় আলাদা দুটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান ওসি শাহিনুর রহমান।
Leave a Reply