1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন

মান্দায় বাড়ির দরজা খুলে অনাধিকার প্রবেশ করে ছবি, থানায় অভিযোগ

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে
সাংবাদিক পরিচয় দেয়া অভিযুক্ত দুই যুবক

স্টাফ রিপোর্টার, নওগাঁ: মান্দায় বাড়িতে কেউ না থাকায় অনাধিকার প্রবেশ করে বাড়ীর বিভিন্ন অংশের ছবি তুলার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এদের মধ্যে দুজন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েছেন। বুধবার বেলা ২টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় বাড়ির মালিক রেজাউল ইসলামের ছেলে পারভেজ রহমান ওই দিন রাতে থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে পারভেজ রহমানের বাবা রেজাউল ইসলাম সাংসারিক কাজে বাড়ি থেকে বেরিয়ে যান। বেলা ২টার দিকে প্রতিবেশীর কাছ থেকে ফোনে রেজাউল ইসলাম জানতে পারেন বাড়িতে কয়েকজন দরজা খুলে প্রবেশ করে ছবি তুলছে। সংবাদ পেয়ে তিনি বাড়িতে এসে দেখেন ওই যুবকরা চলে গেছে। এসময় বাড়ির পশ্চিম পার্শের দরজা খোলা এবং ঘরের একটি তালাও ভাঙা ছিল। পরে তিনি জানতে পারেন জেলার মহাদেবপুর উপজেলার গোপালকৃষ্ণপুর গ্রামের মাহবুবুজ্জামান সেতু এবং মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর গ্রামের সুলতান আহম্মেদ, গোবিন্দপুর গ্রামের আরিফ হোসেন ও রহমত আলী বাড়িতে অনাধিকার প্রবেশ করেছে। এদের মধ্যে মাহবুবুজ্জামান সেতু ও সুলতান আহম্মেদ সাংবাদিক পরিচয় দিয়েছে।

প্রতিবেশী মাহমুদা বেগম বলেন, দরজা খুলে কেন বাড়ির ভেতরে প্রবেশ করেছে জানতে চাইলে তারা সাংবাদিকের দাম্ভিকতা দেখিয়ে বলে সবকিছুর ছবি তুলার অধিকার আছে। পরে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।

বাড়ির মালিক রেজাউল ইসলাম বলেন, আমি বাড়িতে ছিলাম না। পরে প্রতিবেশীর কাছ থেকে ফোন পেয়ে ছুটে আসি। কিন্তু তার আগেই ওই যুবকরা চলে গেছে। আমি না থাকায় কেন তারা দরজা খুলে বাড়িতে প্রবেশ করবে। এমনকি বাড়ীর দক্ষিন-পশ্চিম পার্শের একটি ঘরের তালাও ভাঙা ছিল। অনাধীকার প্রবেশ করে বাড়ীর বিভিন্ন অংশের ছবি তুলেছে বলে প্রতিবেশীর কাছ থেকে শুনেছি।

রেজাউল ইসলামের ছেলে পারভেজ রহমান বলেন, ওই বাড়িতে বাবা-মা থাকেন। সাংসারিক কাজে তারা মাঠে ছিলেন। বাড়ির সদস্যের অনুপস্থিতিতে কেন একজনের বাড়িতে অনাধিকার প্রবেশ করবে।এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে মাহবুবুজ্জামান সেতুর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে চাননা। উল্টো তিনি প্রশ্ন করেন গিয়েছি তো কি হয়েছে বলে ফোন কেটে দেন। সুলতান আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে যাননি বলে জানান।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দীক বলেন, দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। তবে বুধবার পারভেজ রহমান বাড়িতে কেউ না থাকায় অনাধিকার প্রবেশ নিয়ে থানায় একটা অভিযোগ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট