1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

মান্দা উপজেলা ভোট যুদ্ধ, নেতৃত্ব যাচ্ছে কার হাতে?

মান্দা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে ৫৫ উপজেলার ভোট আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় নওগাঁর মান্দা উপজেলায়ও ভোট যুদ্ধ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০ মে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ইতোমধ্যে প্রতীক পেয়েই নিবার্চনী প্রচারণায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। যে যার মতো প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন।

তবে এবার উপজেলা নির্বাচনে ঘিরে পাড়া-মহল্লায় চলছে বেশ আলোচনা। উপজেলায় এবার নেতৃত্বের পরিবর্তন চান সাধারণ মানুষ। তারা বলছেন, তরুণ, ত্যাগী এবং কর্মীবান্ধব নেতাকেই উপজেলা চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন। এছাড়া রাজনীতির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরই বাছাই করে নির্বাচনে সমর্থন দেবেন জনগণ।

জানা গেছে, এবার উপজেলা চেয়ারম্যানপদে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে লড়ছেন। এরমধ্যে রয়েছেন জেলা আওয়মাী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মাহফুজুর রহমান নয়ন (আনারস মার্কা), উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল (ঘোড়া), যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা (হেলিকপ্টার), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক (দোয়াত-কলম), সাবেক এমপিপুত্র সেফায়েত জামিল প্রামাণিক সৌরভ (মোটরসাইকেল) এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোজিৎ কুমার সরকার (কাপ-পিরিজ)।

সূত্র জানাচ্ছে, এবারের নির্বাচনে ভোট বিশ্লেষণে এগিয়ে রয়েছেন তরুণ ও উদীয়মান নেতা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মাহফুজ রহমান নয়ন। নির্বাচন ঘিরে তার আলোচনা চলছে মান্দার পথে-প্রান্তরে।

নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. মাহফুজুর রহমান নয়ন

খোঁজ নিয়ে জানা গেছে, ডা. মাহফুজুর রহমান নয়ন বংশ পরম্পরায় আওয়ামী লীগ পরিবারের সন্তান। তার বাড়ি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামে। ডা. নয়ন সাবেক ইউপি চেয়ারম্যান মৃত মোখলেছুর রহমানের ছেলে। বাবার মৃত্যুর নয়নের ইচ্ছে সমাজের উন্নয়নমূলক কর্মকান্ডে নিজেকে যুক্ত রাখা। নয়নের রাজনীতির হাতেখড়ি ছাত্রজীবন থেকেই।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি আল নাহিয়ান খান জয়ের সাথে ডা. মাহফুজুর রহমান নয়ন

সূত্র জানাচ্ছে, মাধ্যমিকের গন্ডি পেরিয়েই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন ডা. নয়ন। উচ্চমাধ্যমিকের পর পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরেই ওতোপ্রতভাবে জড়িত হন ছাত্ররাজনীতিতে। সঠিক নেত্বত্ব আর সাংগঠনিক সুদক্ষতার কারণে ছাত্রলীগের সভাপতির পদে জায়গা পান নয়ন। এরপরই কলেজসহ এলাকার সর্ব সাধারণের কাছে হয়ে উঠেন জনপ্রিয়।

এলাকার সর্ব সাধারণের সাথে কুশল বিনিময়কালে ডা. নয়ন

সংশ্লিষ্ট সূত্র আরো জানাচ্ছে, ডা. নয়ন পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডিগ্রি নিয়ে বের হয়ে ডাক্তার হিসেবে নিজেকে যুক্ত করেন। এছাড়া তিনি নিজ জেলায় জনপ্রিয়তার পাশাপাশি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

অন্যদিকে প্রবীণের দিকে ভোটে আলোচনায় রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল এবং যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা।

নির্বাচনী এলাকার তরুণদের সাথে ডা. নয়ন

মান্দা নিবার্চন অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এরশাদ আলী, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহিদুল ইসলাম ও উত্তম কুমার সরকার এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে মোমেনা খাতুন, মাহবুবা সিদ্দিকা রুমা, আরফানা বেগম ফেন্সি ও সন্ধ্যা রানী দে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংস্থাটি আরো জানায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬০ হাজার ৮১২ জন ও নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৩৪৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে একজন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট