স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরই রাজধানীর চাঁদনী চক মার্কেটের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। এমন অভিযোগ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের নির্বাচিত সদস্যদের। তাদের দাবি, গ্রুপটি মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার পাশাপাশি নিজেদের ইচ্ছেমতো প্রশাসক নিয়োগের চেষ্টা করছে।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদনী চক মার্কেটের মূল গেটে এক মানববন্ধনে এই অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা বলেন, যখন সমস্যা সমাধানের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখনও একাধিক ভয়-ভীতি দেখিয়ে মার্কেটের দখল নেওয়ার চেষ্টা চলছে।
মার্কেটের ব্যবসায়ীরা আরো অভিযোগ করেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত। তারা এই পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।
মার্কেটের দোকান মালিক সমিতি চাঁদনী চক বিজনেস ফোরামের নির্বাচিত সভাপতি নিজাম উদ্দিন জানান, এই পদক্ষেপের ফলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তারা কোনোভাবেই নিয়োগপ্রাপ্ত প্রশাসককে মেনে নেবেন না। অবৈধ-অগণতান্ত্রিক উপায়ে সৈরাচারের দোষরা মার্কেটের দখল নিতে চায়। ভোটে বারবার পরাজিত হয়ে তারা আমাদেরকে জোর করে সরিয়ে দিয়ে মার্কেট লুট করতে চায়। আমরা তা কোনো দিনও হতে দিবো না। আমরা আইনি প্রক্রিয়া আগাচ্ছি। সবশেষ বিজয় সত্যের হবেই হবে বলে আমরা আশাবাদী।
Leave a Reply