1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন

মেসিসহ ফিফার বর্ষসেরা দৌড়ে যারা

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৭৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: ২০২২ সালের সেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়ে কে? ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা তার একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে। যেখানে শীর্ষ তিন জনের নাম জানানো হয়েছে।

এছাড়া রয়েছে সেরা কোচ, সেরা নারী ফুটবলারের মনোনয়নপ্রাপ্ত প্রথম তিন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের দৌড়ে থাকা প্রথম তিনজনের নাম প্রকাশ করেছে ফিফা।

এখানেও জোর লড়াই লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের। কাতার বিশ্বকাপে ফাইনালে জমে উঠেছিল দুই তারকার লড়াই।এবার সেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়েও রয়েছেন মেসি ও এমবাপে।

অন্যদিকে, তালিকার প্রথম তিনে এই দুই ফুটবলার ছাড়া রয়েছেন করিম বেনজেমা। চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ মিস করলেও রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন ফরাসি এই স্ট্রাইকার।

এছাড়া এই তালিকায় রয়েছে সেরা কোচ, সেরা নারী ফুটবলারের মনোনয়নপ্রাপ্ত প্রথম তিন। সেরা কোচের যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে পুরুষদের হয়ে লড়াই করছে অতি পরিচিত মুখ কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওয়ালা ও লিওনেল স্কালোনি।

এই তালিকায় এগিয়ে রাখা হচ্ছে আর্জেন্টিনার কোচ স্কালোনিকে।

২০২২ সালটা স্বপ্নের মতো কাটিয়েছে এই কোচ। তার হাত ধরে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়েছে আলবিসেলেস্তেরা। এছাড়া কোপা আমেরিকা ও ফিনালিসিমাও জিতিয়েছিলেন তিনি।

এছাড়া নারী কোচের তালিকা প্রকাশ করেছে ফিফা। যেখানে আছে সোনিয়া ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক লায়োনেসের কোচ। বাকি দুই জনই জাতীয় দলের কোচ। পিয়া পিয়া সুন্ধেগে ব্রাজিল মহিলা ফুটবল দলের এবং সারিনা ইংল্যান্ড ফুটবল দলের কোচ।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট