স্পোর্টস ডেস্ক: মধ্য আর্জেন্টিনার সবচেয়ে বড় শহর রোজারিও। তবে শহরটার বিশেষত্ব তার আয়তন দিয়ে মাপা হয় না আর্জেন্টিনায়। যে শহরটা লিওনেল মেসির জন্মস্থান, আর্জেন্টিনার আরেক নায়ক আনহেল ডি মারিয়ারও, সেই শহরের বিশালতাকে কেন তার আয়তন দিয়ে মাপা হবে আর্জেন্টিনায়? আর্জেন্টাইন বিপ্লবী এর্নেস্তো চে গেভারার জন্মও এই শহরেই।
আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজের জন্ম অবশ্য এখানে নয়। তবে নিয়তি তাকে টেনে এনেছে মেসি, ডি মারিয়া, চে গেভারাদের শহরে, এখানেই পুনর্জন্ম হচ্ছে তার ফুটবল ক্যারিয়ারের। এই শহরেরই দল, রোজারিও সেন্ত্রালের কোচ হয়ে আবারও ফুটবলে ফিরেছেন তিনি।
গুঞ্জনটা চলছিল বেশ কিছুদিন ধরেই। স্থানীয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছিল, ক্লাব কর্তাদের চাওয়াতে আর্জেন্টাইন প্রিমেরা দিভিসিওনের দল রোজারিও সেন্ত্রালে যোগ দিচ্ছেন তিনি। গতকাল মঙ্গলবার এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, সাবেক ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার কোচ হয়ে আসছেন ক্লাবটিতে।
Leave a Reply