1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন

মেয়ের প্রেমিকের কাছে স্বস্তিকার আবদার

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: টালিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। তিনি যেন সংবাদের শিরোনাম হয়ে থাকতেই বেশি পছন্দ করেন। এবার আলোচনায় এসেছেন তার মেয়ের প্রেমিককে নিয়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ছবিতে দেখা গেছে, মেয়ের সঙ্গে বরাবরই বন্ধুর মতোই মিশতে পছন্দ করেন স্বস্তিকা। এখন মেয়ে বড় হয়েছে, তাই বন্ধুত্ব আরও গভীর হয়েছে। মায়ের কাছে কোনো কথাই লুকায় না মেয়ে অন্বেষা। বিদেশে পড়াশোনা করছেন অন্বেষা।

সম্প্রতি স্বস্তিকার মেয়ে অন্বেষা কলকাতায় ছুটিতে এসেছেন। আর এ সময়টা শুধুই মা আর মেয়ের। এর পাশাপাশি যুক্ত হয়েছে নতুন সদস্য যুক্ত হয়েছে। তিনি শ্লোক চন্দন। অন্বেষার প্রেমিক। শ্লোক কলকাতারই ছেলে। তবে অন্বেষা অনেকটাই দূরে থাকেন এখন। অন্বেষা দেশ এলে শ্লোকও ছুটে আসনে স্বস্তিকার বাড়িতে।

কলকাতায় এসে তাই মা আর প্রেমিক শ্লোকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন অন্বেষা। মা স্বস্তিকাও কিন্তু এই সম্পর্কে বেশ খুশি। একসঙ্গে নৈশভোজেও গিয়েছিলেন তারা।

তিন জনের সেই মিষ্টি মুহূর্তে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন স্বস্তিকা। এ ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, ‘বাচ্চাদের সঙ্গে ডেট নাইট।’

শ্লোকের কাছে আবার আবদারও করতে দেখা যায় স্বস্তিকাকে। শ্লোককে সম্বোধন করেন স্বস্তিকা লেখেন, ‘আমার মিষ্টিটা কিন্তু বাকি আছে শ্লোক। ভুলে গেলে চলবে না। পরের পরিকল্পনাটা আমাদের করা উচিত।’ নায়িকার সব আবদার মেটানোর প্রতিশ্রুতিও দিয়েছেন অন্বেষার প্রেমিক। শ্লোক লেখেন, ‘যে কোনো সময় বন্ধু।’

মেয়ে অন্বেষা অনেকটা তার মায়েরই মতো। স্বস্তিকার মতোই নিজের প্রেম নিয়ে কোনো লুকোছাপা নেই তার। প্রকাশ্যেই নিজের ভালবাসার অনুভূতি ব্যক্ত করেন তিনি।

কিছু দিন আগেই তাদের সম্পর্কের এক বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে অন্বেষা লেখেন, এক বছরের এ সফর আমি পরতে পরতে উপভোগ করেছি। তোমায় অনেক ধন্যবাদ। এই কয়েক দিনে যতগুলো ঝগড়া আমরা করেছি, তার জন্যই আমরা আজ এখানে। তোমায় খুব ভালোবাসি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট