স্টাফ রিপোর্টার, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটী গ্রামের শিব নদীর ধারে ধানী জমির উপর মাহাবুর রহমান রাসেল (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে ।
শনিবার (৩ জুন) সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। রাসেল কেশরহাট বাজারের লন্ডী মামুনের একমাত্র ছেলে।
জানা যায়, ২ জুন রাতে রাসেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি। পরদিন ৩ জুন সকালে স্থানীয়রা শিবনদীর পাড়ে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র জানায়, রাসেল ৭ বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকেই অসুখী তাদের দাম্পত্য জীবন। স্বামী-স্ত্রীর মধ্যে অধিকাংশ সময় কলহ-বিবাদ লেগেই থাকত। সম্প্রতি স্ত্রী রাসেলকে ছেড়ে বাবার বাড়ী চলে যান।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম বাদশাহ বলেন, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply