স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহীর মোহনপুরে সাদিয়া খাতুন (১১) নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পরিবারের সদস্যরা। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের বেলনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া বেলনা গ্রামের মিলন মণ্ডলের মেয়ে এবং বেলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, সাদিয়া মায়ের কাছে ভাত খেতে চাই। বাড়িতে ভাত রান্না করা হয়নি, কিছুক্ষণপর রান্না করে খেতে দেবেন বলে তাকে জানায় তার মা। পরে তিনি সবজি কাটতে পাশের বাড়িতে যান। বাড়িতে কেউ না থাকায় শয়ন কক্ষে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে সাদিয়া আত্মহত্যা করে বলে দাবি পরিবারের।
মোহনপুর থানা পুলিশ জানায়, এবিষয়ে একটি ইউডি মামলা হবে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
Leave a Reply