স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরআগে ১৬ ডিসেম্বর ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। জানুয়ারির প্রথম সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত রাজশাহীতে শীতের তেমন তীব্রতা অনুভূত না হলেও গত ২-৩ দিন ধরে শীত বেড়েছে। সূর্যের দেখা মিললেও সারাদিনই সূর্যের প্রখরতা থাকছে খুবই কম। এ কারণে দিনভরই শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, বুধবার সকাল থেকে রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে এই তাপমাত্রা আরও কমতে পারে।
Leave a Reply