স্টাফ রিপোর্টার, দূর্গাপুর: দূর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগ সভাপতি মো: শফিকুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবলীগ সভাপতি মো: আবু সালেহ । এ সময় বিশেষ বক্তা ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: সামাউন ইসলাম।
এছাড়া সভায় বক্তা ছিলেন জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন ও সদস্য মো: জমির উদ্দীন। সভায় রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে চেয়ারম্যান পদে ভোট দেয়ার আহবান জানানো হয়। এছাড়া সভায় বক্তারা বলেন, যুবসমাজ ধর্মান্ধ রাজনীতির বিরুদ্ধে কাজ করছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে শেখ হাসিনার হয়ে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করতে বলেছিলেন সেই স্বপ্ন এখন বাস্তবায়ন মূল লক্ষ্য। সব ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে যুবলীগ। আর এধারা অব্যাহত থাকবে।
সভা সঞ্চালনা করেন দূর্গাপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ছালিমুদ্দীন।
Leave a Reply