রেনেসাঁস নিউজ ডেস্ক: রবিবার রাজশহাীসহ পাঁচ বিভাগের বেশিরভাগ জায়গায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া তিন বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এদিকে, শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছিল বৃষ্টিহীন। এ সময়ে ঢাকা বিভাগের ঢাকা ও রাজশাহী বিভাগের ঈশ্বরদীতে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রাম ও খুলনা বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ৯৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে ফেনীতে।
আরও পড়ুন: সাগরে আবারো লঘুচাপ, বাড়বে বৃষ্টি
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, রবিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট- এই পাঁচ বিভাগের কিছু কিছু জায়গায় (২৬ থেকে ৫০ শতাংশ স্থানে) বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় (১ থেকে ২৫ শতাংশ স্থান) বৃষ্টি হতে পারে। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
আরও পড়ুন: রাজশাহীসহ সারাদেশে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির আভাস
এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জানিয়ে তিনি বলেন, আগামী তিনদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ১৫ জেলায় জলোচ্ছ্বাসের সতর্কতা অব্যাহত
রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।-জাগো নিউজ
Leave a Reply