স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীরামপুর এলাকার বিলের বেরিবাঁধের নিচ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি শিলমাড়িয়া পুলিশ নিশ্চিত করেছে। জানা গেছে, সকালে স্থানীয় কৃষকেরা বিলে কাজ করতে যান। এ সময় ওই যুবকের মরদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দেয়। কয়েকটি স্থানে জখমের চিহ্ন রয়েছে। এই বিলে কবে বা কখন লাশটি ফেলে রাখা হয়েছে তা বলা যাচ্ছে না।
পুঠিয়া থানার পুলিশ জানায়, মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে তার পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দূরে কোথাও তাকে হত্যা করে বিলে ফেলে গেছে। তদন্তকাজ চলছে। অন্যদিকে মরদেহের ময়নাতদন্ত করতে রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply