স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় মোটরসাইকেলের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে টুকু হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার দোবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত টুকু উপজেলার গোড়সার গ্রামের বাসিন্দা।
জানা গেছে, সকালে বাড়ি থেকে কাজের সন্ধানে মোটরসাইকেলযোগে মোহনগঞ্জে যাচ্ছিলেন টুকু। বেলা ১১টার দিকে হাসনিপুর-মচমইল সড়কের দোবিলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সড়কের পাশে ছিটকে পড়ে তিনি আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়।
Leave a Reply