1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

রাজশাহীতে আমবাগানের নালায় মিলল স্কুলছাত্রের লাশ

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৬৭ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলায় নিখোঁজের তিনদিন পরে একটি আমবাগান থেকে দশম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেনের (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ( ২ নভেম্বর) সকালে উপজেলার তুলসিপুর এক আমবাগানের নালা থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত সাব্বির উপজেলার বাউসা ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং হায়দার আলীর ছেলে।

জানা গেছে, সাব্বির হোসেন গত ৩০ অক্টোবর স্কুল ছুটির পর বিকেলে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়। কিন্তু তারপর আর বাড়ি ফিরেনি সে। পরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ওইদিনই সাব্বিরের চাচা শরিফুল ইসলাম থানায় জিডি করেন।এ অবস্থায় ৩১ অক্টোবর দুপুরে উপজেলার আটঘরিয়া এলাকার চারঘাট ঈশ্বরর্দী সড়কের পাশে একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিবিহীন ভ্যানটি পাওয়া যায়।

এদিকে নিখোঁজের তিনদিন পর আজ বুধবার মনিগ্রাম গ্রামীণ ব্যাংকের পেছনে তুলসিপুর আমবাগানের নালার মধ্যে সাব্বিরের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাঘা থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ব্যাটারি ছিনতাইয়ের উদ্দেশ্যেই ছিনতাইকারীরা সাব্বিরকে হত্যা করে লাশ আমবাগানের নালার মধ্যে ফেলে রেখেছিল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট