স্টাফ রিপোর্টার, তানোর : রাজশাহীর তানোরে তালাবদ্ধ বাড়ির বারান্দা থেকে দূর্গন্ধ ছড়ানো ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠায় পুলিশ ও সিআইডির সদস্যরা। মৃত ওই ব্যক্তির নাম আমিনুল ইসলাম বাবু (৪৫)। সে নাচোল উপজেলার বালক্যা পাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
জানা গেছে, বেলা ১১টার দিকে পাশের বাড়ির লোকজন দুর্গন্ধের সুত্র ধরে উপজেলা ক্যাম্পাসের পশ্চিম দিকের সিমানা প্রাচীর সংলগ্ন বাঁশঝাড়ের ভিতরে মৃত মোস্তাফা মিস্ত্রীর তালাবদ্ধ বাড়ির বারান্দায় ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পেয়ে গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামানকে খবর দেয় পুলিশ। পরে ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করে লাশ উদ্ধার করে।
পুলিশ জানায়, একটি সাধারন ডায়েরী মুলে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। বাড়ির মালিক ও মৃতের আত্নীয়দের খবর দেয়া হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারন জানা যাবে ।
Leave a Reply