1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

রাজশাহীতে এবার ছুরিকাঘাতে রেলওয়ে কর্মচারী খুন

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৬৪৩ বার পড়া হয়েছে
সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ছুরিকাঘাতে সোহেল রানা (৩৩) নামে রেলওয়ের এক কর্মী খুন হয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার বেলদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা শিরোইল কলোনি এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি ওয়েম্যান পদে পশ্চিম রেলে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন ফারুক হোসেন (৪০) নামে একজন। তিনি রাজশাহী রেলওয়ে কলোনি এলাকার আব্দুল জলিলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোহেল ও ফারুক দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। স্থানীয় এক বাংলা মদ বিক্রেতার বাড়ি থেকে বেরিয়ে সোহেলকে ছুরিকাঘাত করেন ফারুক। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে তিনিও আহত হন। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, স্থানীয় লোকজন জানিয়েছে, ফারুক হোসেন সোহেল রানাকে ছুরিকাঘাত করেছেন। কিন্তু ফারুক বলছে, তারা দুজনই গাড়ির ধাক্কায় আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট