1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শনিবার, ১৭ মে ২০২৫, ১১:৫৫ অপরাহ্ন

রাজশাহীতে এবার নিপাহ ভাইরাসে শিশুর মৃত্যু

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নিপাহ ভাইরাসে সোয়াদ আলী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।মৃত সোয়াদ পাবনার ঈশ্বরদী উপজেলার সানোয়ার আলীর ছেলে।

রামেক হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২০ জানুয়ারি সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল সোয়াদ। এর কিছুক্ষণ পর থেকে জ্বর ও খিচুনি উঠতে থাকে তার। এক পর্যায়ে সে অচেতন হয়ে যায়। বিকেলে রামেকে তাকে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পরদিন ২১ জানুয়ারি সকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এ সময় নিপাহ ভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার তার ফলাফল পজিটিভ আসে। আজ সোমবার সকালে তার মৃত্যু হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, খেজুরের কাঁচা রস পান করা প্রায় সবারই পছন্দের। বাবা-মা শখ করে সন্তানকে খেজুরের কাঁচা রস পান করান। অবশ্যই বাদুড়ের সংস্পর্শে আসা খেজুরের রস পান করবেন না। নিজের পরিচিতজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদেরও দেবেন না।

উল্লেখ্য, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম সপ্তাহে রাজশাহীতে এক নারী মারা যান। রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নারী গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বাসিন্দা।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট