1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন

রাজশাহীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৩৫ বার পড়া হয়েছে

রাজশাহী মহানগরীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরের বোয়ালিয়া থানার টিকাপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (৭) ও মো. শাহিনের ছেলে মো. সাবা (৮)। তারা দুইজনেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিশুদের স্বজনেরা জানান, বাড়ির সামনে আবর্জনার স্তুপের ভেতর একটি কার্টন পড়ে ছিল। ওই কার্টনে তুষের ভেতর ককটেল ছিল। শিশুরা কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজনেই আহত হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, খবর পেয়ে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা সেখানে যান। ঘটনাস্থলে আরও কয়েকটি অবিস্ফোরিত তাজা ককটেল পড়ে ছিল।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, থানায় কিছু পুলিশ সদস্য গিয়েছেন। দাপ্তরিক কাজকর্ম আজ সোমবার থেকেই শুরু হয়েছে। তবে অসুস্থ থাকায় তিনি এখনও থানায় যাননি।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট