স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় হাসিনা (৫০) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি বাড়িতে রাখা ফসলের জমিতে ব্যবহার করা বিষ খান ।
বিষয়টি নিশ্চিত করে ইউপি মেম্বার আব্দুল মালেক জানান, হাসিনা শিবপুর জায়গীর পাড়া এলাকার নওশাদ আলীর স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। সেই কারণেই বিষপানে আত্মহত্যা করেছেন।
তিনি আরও জানান, শুক্রবার দুপুরে তিনি বাড়িতে রাখা ফসলের জমিতে ব্যবহার করা বিষ খান । পরে পরিবারের লোকজন টের পেয়ে বিড়ালদহ ডাক্তারের কাছে নিয়ে বিষ উঠানোর পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয় ।
পুঠিয়া সার্কেলের এএসপি আব্দুল রাকিব বলেন, বানেশ্বর কলাহাটার কাছে এক গৃহবধূর বিষ খেয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতের ভাই বোনদের কাছ থেকে শুনেছি তিনি অসুস্থতার কারণে বিষপান করেছেন। এতে তাদের কোন ধরনের অভিযোগ নেই। তাই লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছি।
Leave a Reply