স্টাফ রিপোর্টার: রাজশাহীর মহানগরীতে ঘরের মেঝে থেকে জাকির হোসেন (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে এ লাশ করা হয়। নিহত জাকির কাটাখালি থানার কিসমত কুখন্ডি এলাকার বাসিন্দা।
জাকিরের স্ত্রী আশা জানান, মাথার যন্ত্রণা নিয়ে কয়দিন থেকে সমস্যায় ভুগছিলেন জাকির। রাতে তিনি রুমে একাই শুয়ে ছিলেন। সকালে মেঝে ঝাড়ু দেওয়ার সময় দেখি ফ্যানের সঙ্গে দড়ি গলায় জড়িয়ে লাশ মেঝেতে পড়ে আছে।পরে বিষয়টি পুলিশে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করে।
কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি খাতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply