স্টাফ রিপোর্টার, চারঘাট : রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাঁকড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- বাঁকড়া এলাকার দেদারের ছেলে আজিজ (৫০) ও জেকেরের ছেলে আকরাম (৫৫)। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।বিষয়টি চারঘাট থানার পুলিশ নিশ্চিত করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ওই দুই গ্রুপের মধ্যে আগে থেকেই জমি নিয়ে বিরোধ ছিল। এরই মধ্যে এক পক্ষ বিবাদমান জমিতে গম করেছিল। আরেক পক্ষ গম খেত নষ্ট করার পাঁয়তারা করছিল। পূর্ব শত্রুতার জেরে হঠাৎ দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। দুই পক্ষের কোপাকুপিতে দুজন গুরুতর জখম হয়।পরে তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাদের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply