স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় জমির বিরোধে দুই ভাইয়ের সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া গ্রামের মৃত টুকু প্রামানিকের মৃত্যুর পর তার দুই ছেলে আবদুস সালাম ও জামাল উদ্দিনের মধ্যে পৈত্রিক জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বড় ভাই জামালকে পৈতিক জমি বুঝে দেয়ার কথা বললে, ছোট ভাই আবদুস সালামের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ভাই। এতে আবদুস সালাম (৫৫) ও জামাল উদ্দিন (৬০) নিজেসহ তার দুই ছেলে শাহিন হোসেন (৩৫) ও আরিফ হোসেন (৩০) আহত হয়। তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, কেউ কোন অভিযোগ দেয়নি । অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply