স্টাফ রিপোর্টার : রাজশাহী রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির সময় মো. মোস্তফা নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ই সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ট্রেনের ১০টি টিকিট জব্দ করা হয়।
পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, রাতে কালোবাজারিতে টিকিট বিক্রির জন্য স্টেশনের কাউন্টারের পাশে দাঁড়িয়ে ক্রেতা খুঁজছিলেন ওই যুবক। এ সময় ১০টি নন এসি অনলাইন টিকিটসহ তাকে আটক করা হয়।
রেল কর্মকর্তা আরও বলেন, জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছেন, স্টেশনের পাশে অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড এলাকার কোনো এক কম্পিউটার দোকান (এজেন্ট) থেকে টিকিটগুলো সংগ্ৰহ করেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply