1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

রাজশাহীতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতির মানববন্ধন

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতি না দিয়ে চলমান নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে বাংলাদেশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শিক্ষক সমিতি। সমিতির রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে শুক্রবার সকালে নগরীর জিরোপয়েন্টে এ কর্মসুচি পালিত হয়।

এসময় শিক্ষক নেতারা বলেন, ২০০৪ সালের পর সারাদেশের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজগুলোতে নতুন করে কারিগরি শিক্ষক নিয়োগ না দেয়ায় নিয়মিত কোর্সের বাইরেও অতিরিক্ত কোর্স হিসেবে বিনা পারিশ্রমিকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে আসছেন কর্মরত শিক্ষকরা। কিন্তু পদোন্নতির সকল শর্ত পূর্ণ থাকার পরেও দীর্ঘ ১৮ বছর ধরে দক্ষ তাদের পদোন্নতি দেয়া হচ্ছে না । বরং নতুন শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। শিক্ষকদের পদোন্নতি দেয়া হলে সরকারের আর্থিক ব্যয় বৃদ্ধি পাবে না বলেও জানান তারা।

সমিতির রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক তারিকুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল হকসহ আরো অনেকে। কর্মসূচিতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট