স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ট্রাকচাপায় খাদিজা (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোডে ডলফিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা তানোর উপজেলার চন্দন কৌটা এলাকার আব্দুল খালেকের মেয়ে।
নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, একটা অটোর সঙ্গে ধাক্কা খেয়ে ওই তরুণী মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে । পরে একটি ট্রাক চাপা দিলে মাথায় গুরুতর জখম হয় তার। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই মারা গেছেন তিনি। ট্রাক এবং চালককে তৎক্ষণাৎ আটক করা হয়।
Leave a Reply