স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার নওহাটার আমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগমারা উপজেলার চান্দের আড়া এলাকার রঘুনাথের ছেলে রমেশ (৪০) ও একই উপজেলার মাদারীগঞ্জের লাউপাড়া এলাকার পরেশের ছেলে আলাল (৪৫)। রমেশ গরুর খামারি ও আলাল একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন।
পুলিশ জানায়, ‘শনিবার রাত ৮টার দিকে মোটরসাইকেলের দুই আরোহী নওহাটার আমান কোল্ড স্টোরেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
Leave a Reply