স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে সুকুমার মন্ডল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কেশরহাট বাজারের ধান হাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সুকুমার মন্ডল নওগাঁ জেলার সদর থানার সতিস মন্ডলের ছেলে।
মোহনপুর থানার ওসি সেলিম বাদশাহ্ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সকালে নওগাঁ থেকে আসা একটি ট্রাক রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট বাজারের ধান হাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা সুকুমার নিহত এবং ১০ জন আহত হন। নিহতের লাশ রামেক হাসপাতলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
Leave a Reply