স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় ট্রাকের সাথে বাইকের ধাক্কা লেগে রনি নামে এক যুবদলের নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে খড়খড়ি এলাকার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রনি জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক। তিনি টিকাপাড়া এলাকার বাসিন্দা।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে যুবদল নেতা রনি মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে আসার পর বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রনি নিহত হন।
Leave a Reply