স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৪৫) নামে একটি গাড়ির চালক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার সকালে কাটাখালী থানার মাহেন্দ্রা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নগরীর হড়গ্রাম এলাকায় বাচ্চু মিয়ার বাড়ি। একটি ওষুধ কোম্পানির গাড়ির চালক ছিলেন বাচ্চু।
নগরীর কাটাখালী থানার উপপরিদর্শক (এসআই) আজাহার উদ্দিন জানান, ট্রাকের সঙ্গে ওষুধ কোম্পানীর পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সোহেল ও বাচ্চুকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে বাচ্চুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply