স্টাফ রিপোর্টার, পুঠিয়া: পুঠিয়ায় মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই)বেলা আড়াইটার দিকে উপজেলার সেনভাগ এলাকার রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম আক্তার হোসেন (৬৫)। তিনি নাটোর জেলার বাসিন্দা।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালবাহী একটি ট্রাক রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। আর নাটোরের দিক থেকে একটি লেগুনা যাত্রী নিয়ে রাজশাহীর দিকে যাচ্ছিল। পুঠিয়ার সেনভাগ এলাকায় পৌঁছালে ট্রাক ও লেগুনার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক লেগুনা যাত্রী মারা যান। এ ঘটনায় লেগুনার আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তির পুরো পরিচয় এখনও জানা যায় নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে তার বাড়ি নাটোর জেলায়।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানো হয়েছে। তাই তাদের পরিচয়ও পাওয়া যায়নি।
Leave a Reply