স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে সাজেরা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬) সকাল পৌনে ৭টার দিকে নগরীর ডিঙ্গাডোবামজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজেরা নগরীর বিভিন্ন স্থানে রান্নাবান্নার কাজ করতেন।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো কাজের জন্য বের হয়েছিলেন সাজেরা বেগম। সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। ট্রেনটি নগরীর ডিঙ্গাডোবামজার মোড় এলাকায় আসলে ওই নারী রেল লাইনের ভেতর ঢুকে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
Leave a Reply