স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর ডিঙ্গাডোবা এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ আগস্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তি নিহত হন। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে। ট্রেনটি রাজশাহী নগরীতে প্রবেশের পর ডিঙ্গাডোবা এলাকার ক্রসিং পার হওয়ার সময় মোটরসাকেলচালক তার নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই ও চালকের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। পরে পুলিশ নিহত মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নাই। স্থানীয়রায় গেট ফেলে দেন। তবে বনলতা ট্রেনটি আসতে দেখেও গেটটি কেউ ফেলেননি। এই অবস্থায় একজন মোটরসাইকেল চালক ট্রেনটি আসতে দেখেও পার হওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।
Leave a Reply