স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ধর্ষণ মামলায় আব্দুল হান্নান মোল্লা (৪৫) নামে ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২৪ মে) বিকেলে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে মায়ের ওপর অভিমান করে রাজশাহীর বাঘা উপজেলার সপ্তম শ্রেণির এক ছাত্রী বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তাদের প্রতিবেশী হান্নান মোল্লা তাকে ঘুরতে নিয়ে যাওয়ার প্রলোভনে বোন বানেরা খাতুনের বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন হান্নান মোল্লা।
অন্যদিকে মেয়ে বাড়ি ফিরে না এলে থানায় অভিযোগ করেন তার মা। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।
রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুননাহার মুক্তি রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
Leave a Reply