স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ধানমাড়াইয়ের কাজ শেষে বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে ঘটনাস্থলে বাবা–ছেলে নিহত হয়েছেন। রবিবার (২১) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাপাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এন্তাজুল ইসলাম (৬৫) ও তার ছেলে কোরবান আলী (১৭)। তাদের বাড়ি পবা উপজেলার দামকুড়া থানার গহমাবোনা গ্রামে।
প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ধানমাড়াই মেশিনটি বসানো আছে একটি লোহার তৈরি গাড়িতে। এই গাড়িতে চড়ে সকালে ধান মাড়াই করে বাড়ি ফিরছিলেন এন্তাজুল ও কোরবানসহ কয়েকজন শ্রমিক। পথে গাড়িটি উল্টে গেলে চাপা পড়ে বাবা ও ছেলে নিহত হন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা কেউ দেখেনি।
তিনি আরও জানান, গাড়িতে থাকা শ্রমিকেরা ধারণা করছেন যে হঠাৎ হর্ন শুনে গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে, এ রকম কেউ দেখেনি। তাই পরিবারের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত না করেই তারা লাশ নিয়ে গেছেন।
Leave a Reply