স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে পানিতে ডুবে বৃদ্ধ জেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জেলে মাঝিপাড়া গ্রামের মৃত দুর্জধনের পুত্র রামপদ (৬৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রামপদ রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে শিবনদী বিলে বেশাল জালে মাছ শিকারের জন্য যান। কিন্তু রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে লাগে। এমনকি গ্রামবাসী সারারাত জেগে বিলে অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি। পরের দিন সোমবার সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ডুবুরি নিয়ে বিলে খোজাখুজি করেও রামপদর সন্ধান পায়নি। পরের দিন সকাল ৯টার দিকে গ্রামের লোকজন তাকে বিল থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, নিহতের পরিবার থেকে কেউ কোন অভিযোগ না করায় লাশ দাফনে অনুমতি দেয়া হয়েছে। তবে থানার পক্ষ থেকে ইউডি মামলা করা হয়েছে।
Leave a Reply