স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: জেলার দুর্গাপুরে হাতেম আলী (৫০) নামে এক পানচাষী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন।
সোমবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামের পানবরজে এ ঘটনা ঘটে।
হাতেম উপজেলার পারিলা গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা নয়ন হোসেন বলেন, পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে হাতেম আলীর নিজের ও লিজ নেওয়া দুই বিঘা জমিতে পানবরজ আছে। কিছুদিন থেকেই তার পানবরজে পচন রোগ দেখা দেয়। এতে তাঁর পানবরজ মোড়ক রোগে প্রায় সাবাড় হয়ে গেছে। এ নিয়ে তিনি হতাশা ও মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এ থেকেই তিনি সোমবার সকালে নিজ পানবরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply