স্টাফ রিপোর্টার, মোহনপুর: রাজশাহীর মোহনপুরে পিকআপের ধাক্কায় রাহাত (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কাছে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত কেশরহাট পৌর দরগাপাড়া এলাকার সাবেক পৌর কাউন্সিলর রহিম উদ্দিনের ছেলে এবং কেশরহাট ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
জানা গেছে, রাহাত উপজেলার সইপাড়া থেকে তার বাড়ি কেশরহাটের দিকে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এসময় সে একটি গাড়িকে ওভারটেক করতে গেলে পেছন দিক থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন ।
মোহনপুর থানার পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply