স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিদর্শক পদে লিখিত পরীক্ষায় অন্যজনকে দিয়ে প্রক্সি দেয়ার অপরাধে আরও এক যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে মৌখিক পরীক্ষা নেয়ার সময় হাতের লেখার সঙ্গে পরীক্ষার উত্তরের মিল না পাওয়ায় জেলা প্রশাসক আব্দুল জলিল এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মহিদুল ইসলাম পুঠিয়া উপজেলার জিউপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। সন্ধ্যায় তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, ৪ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর মঙ্গলবার মৌখিক পরীক্ষায় তাকে ডাকা হয়। লিখিত পরীক্ষায় যে প্রশ্নের উত্তর তিনি দিয়েছিলেন মৌখিকেও তাকে একই প্রশ্ন করা হয়। কিন্তু তার সঠিক উত্তর তিনি লিখতে পারেননি। হাতের লেখাও মেলেনি। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এক পর্যায়ে তিনি স্বীকার করেন, তার হয়ে অন্য একজন পরীক্ষা দিয়েছিলেন। তবে তার নাম জানাননি। পরে ভ্রাম্যমাণ আদালত রাশেদকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে রাজশাহী কারাগারে পাঠান।
এর আগে সকালে লিখিত পরীক্ষায় অন্যজনকে দিয়ে পরীক্ষা দেয়ানোর অপরাধে আব্দুল রাশেদ নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত রাজশাহীর বাঘা উপজেলার বাউশা ইউনিয়নের আবু রায়হানের ছেলে।
Leave a Reply