1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

রাজশাহীতে ফসলি জমিতে পুকুর খনন, এস্কেভেটরে আগুন

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুরে অবৈধভাবে পুকুর খনন বন্ধে এস্কেভেটর পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার হুজা অনন্তকান্দি মৃধাপাড়া বিলে মেশিনটিতে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, উপজেলার হুজা অনন্তকান্দি মৃধাপাড়ায় একটি বিলের ফসলি জমিতে মাটি কাটতে এস্কেভেটর নিয়ে যান স্থানীয় টুটুল ও জাহাঙ্গীর। খবর পেয়ে ক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় ইউপি সদস্য আ. হালিমের নেতৃত্বে ওই মেশিনে আগুন ধরিয়ে পুড়িয়ে দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, টুটুল ও জাহাঙ্গীর পুকুর খননের উদ্দেশ্যে বিলটির প্রায় ৩০-৪০ বিঘা জমি লিজ নিয়েছেন। তবে এলাকাবাসীর ভাষ্য, লিজের ওই জমিতে পুকুর খনন করা হলে বিলের পানি নিষ্কাশনের সমস্যা সৃষ্টি হবে। এতে জমি চাষের অযোগ্য হয়ে পড়বে।

দুর্গাপুর থানার পুলিশ জানায়, স্থানীয়রা একটি এস্কেভেটরে আগুন ধরিয়ে দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট