স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুতের সংযোগের কাজ করতে উঠে পোলেই বিদ্যুৎস্পৃষ্টে আমিনুল ইসলাম (৩৩) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের মোড়ের পল্লী বিদ্যুতের পোলে এ ঘটনা ঘটে।
আমিনুল ইসলাম দেবিপুর গ্রামের মৃত আহাদ আলী সোনারের ছোট ছেলে ও তালন্দ ই্উনিয়নের ৭নং ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, শনিবার বিকেলে চিমনা গ্রামের জৈনক ব্যক্তির পল্লী বিদ্যুতের মিটার স্থানন্তেরের জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মী আমিনুল ইসলাম পোলে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎ স্পর্শে পোলেই আহত হয় আমিনুল। এসময় প্রত্যক্ষদর্শীরা খবর দিলে পল্লী বিদ্যুৎ অফিসের দুই কর্মী ঘটনাস্থল থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষনা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, এ ঘটনায় আইন ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply